বুধহাটা প্রতিনিধি আমিরুল ইসলাম: আশাশুনি উপজেলা সোনালী ইউনিয়নের শরাপপুর আশ্রয়ন প্রকল্পে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান ” শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বুধহাটা সাব জোনাল অফিসের আওতায় শোভনালী ইউনিয়ন সরাপপুর আশ্রয়ন প্রকল্প (আশাশুনী, সাতক্ষীরা) ১০৩ টি ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ , এই শ্লোগানকে সামনে রেখে শুভ উদ্বোধন করেন বুধহাটা সাব জোনাল অফিসের এজিএম কম, তাইজুল ইসলাম, ও জুনিয়র ইঞ্জিনিয়ার লোকমান হোসেন। রোজার ভিতরে ঈদের আগেই বিদ্যুৎ সংযোগ পেয়ে হাসি আনন্দে উল্লাসিত হল এলাকার সাধারণ খেটে খাওয়া বাসিন্দারা। সেই সাথে তারা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি তথা বুধহাটা সাব জোনাল অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাথে সাথে বুধহাটা সাব জোনাল অফিস এর কাছে প্রত্যাশী যেন রোজার চলাকালীন সময়ের মধ্য নতুন সংযোগ গুলো পেয়ে যায় এই আশা সাধারণ নাগরিকদের।
Leave a Reply