আমিরুল ইসলাম, বুধহাটা প্রতিনিধি: বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক জনাব এ টি আর এম হুমায়ুন কবির (রানা), সভাপতি দায়িত্ব পালন করেন বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি জনাব মোঃ কামরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী সহ ফাউন্ডেশন এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ । অনুষ্ঠানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৩৪ জনের মত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। রক্তের গ্রুপ নির্ণয় করেন প্যারামেডিকেল চিকিৎসক ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তোফায়েল আহমেদ ও জহির আলিম। বেউলা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য গ্রামের অসহায় মানুষের সেবা করা, ইসলামী সংস্কৃতি চর্চা করা, মুমূর্ষু রোগীদের চিকিৎসার সহযোগিতা করা এবং ঝরেপড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা।
Leave a Reply