আশাশুনি প্রতিনিধিঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাই আগামী প্রজন্মকে সুশৃঙ্খল একটি জাতি হিসেবে গড়ে তুলতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। সকল স্কুলে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। সেখানে প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম চালু করা হবে। জলবায়ুর বিরুপ প্রভাবে গ্রীস্মের খরতাপে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যহত না হয় সেজন্য আমি জননেত্রীর পক্ষে সামান্য কিছু উপহার দিয়েছি। আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনা এবং আমার জন্য দোয়া করবেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করে যেতে চাই।মঙ্গলবার সকালে মোবাইল কন্ফারেন্সের মাধ্যমে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশে তিনি এ কথা বলেন। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখতে শ্রীউলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে তিনি ২০ টি বৈদ্যুতিক সিলিং ফ্যান প্রদান করেছেন।এ দিন স্কুলের অফিস কক্ষে সাংসদের পক্ষ থেকে সিলিং ফ্যানগুলো স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুল নাহার পারভীনের হাতে হস্তান্তর করেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আবু সাইদ, ইলিয়াস হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, আবু হাসান, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মেহরাব হোসেন অপি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী।
Leave a Reply