বাবুল হোসেন বিশেষ প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হাট—বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। বাজারের ১৭৫ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোটার উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির ৯টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি পদে পদাধিকার বলে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকার কুমার সরদার দিপ এবং অর্থ সম্পাদক পদে জয়ন্ত কুমার কুন্ডু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ সভাপতি পদে মোঃ আব্দুল কুদ্দুছ মোড়ল (মোরগ প্রতীক) ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম আরিফ হোসেন মিঠু শাহ (তালাচাবি প্রতীক) পেয়েছেন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে জলিল গাজী (ছাতা) ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজুল শাহ বিপুল (দোয়াত কলম) ৪৭ ও আরিফুল ইসলাম (হরিণ) পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সদস্য ৭টি পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যাদের মধ্যে আলা উদ্দীন সরদার (বই) ১১৭ ভোট পেয়ে ১ম, ইবাদুল সরদার (মাছ) ১১৬ ভোট পেয়ে ২য়, আজাহারুল গাজী (মই) ৯৬ ভোট পেয়ে ৩য়, রফিকুল ইসলাম (বাই সাইকেল) ৯৩ ভোট পেয়ে ৪র্থ, আবু মুছা ফয়সাল (কলস) ৮৫ ভোট পেয়ে ৫ম, হরষিত সানা (মাইক) ৮১ ভোট পেয়ে ৬ষ্ঠ ও হাফিজুল ইসলাম মোড়ল (টিউব ওয়েল প্রতীক) ৭৬ ভোট পেয়ে ৭ম স্থান অধিকার করে সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি মফিজুল ইসলাম মুরাদ (আম) ৭৩ ও রবিউল সানা (দোয়াত কলম) পেয়েছেন ৭০ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন, শিক্ষক অরবিন্দু কুমার সানা, সহকারী প্রিজাইডিং অফিসার মনিমোহন সরকার ও পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন, মেহদী হাসান। নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠানে সহযোগিতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী ও কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকার কুমার সরকার দিপ। পুলিশ বাহিনী ও গ্রাম পুলিশ শান্তি শৃংখলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন।
Leave a Reply