লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পল্লীতে ৪৫ বছর বয়সি এক ব্যক্তি ও তার কন্যা চলতি ২০২৩ সালের এসএসসি পাবলিক পরীক্ষায় অংশ গ্রহন করে দুজনে সাফল্যর সাথে পাশ করেছে। পিতা ও কন্যা এক সাথে পিতা ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করায় উক্ত ব্যক্তির পরিবারসহ এলাকাবাসী মিষ্টি বিতরণও করতে দেখা যায়।প্রবল ইচ্ছা শক্তি থাকলে লেখাপড়ার যে কোন বয়স বাঁধা মানে না তার আরো একটি উদহারণ খাজরায় সৃষ্টি হল বলে এলাকাবাসী মনে করছেন। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত করিম বক্স গাজীর পুত্র আনারুল ইসলাম গাজী (৪৫) পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।লেখাপড়ার প্রতি আগ্রহ থাকা সত্তেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারনে দশম শ্রেণী পর্যন্ত পড়ে লেখাপড়া থেমে যায়। পরবর্তীতে ব্যবসার পাশাপাশি আবারও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। ফলশ্রুতিতে আনারুল ইসলাম গাজী পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার ২১তম ব্যাচে ভর্তি হয়। এবং ২০২৩ সালের এসএসসি পাবলিক পরীক্ষায় অংশ গ্রহন করে ৩.৮৬ পয়েন্ট পেয়ে উর্ত্তীর্ন হয়। যার ফলে ৪৫ বছর বয়সে আনারুল ইসলাম গাজীর আরো একটি অর্জন হল।একই সাথে আনারুল ইসলাম গাজীর কন্যা শায়লা আক্তার ময়না এবার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, খাজরা হতে বিজ্ঞান বিভাগে ২০২৩ সালের এসএসসি পাবলিক পরীক্ষা অংশ গ্রহন করে এ প্লাস পেয়েছে। একই বছরে পিতা ও কন্যার এক সাথে পরীক্ষায় পাশ করাই তাদের পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এ বিষয়ে আনারুল ইসলাম গাজী দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, লেখাপড়ার প্রতি আমার আগ্রহ ছিল। জ্ঞান অর্জনের জন্য আমি এখনও লেখাপড়া করতে চাই। সার্টিফিকেট আমার কাছে মূল বিষয় না। পরবর্তীতে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি অবশ্যই একাদশ শ্রেণীতে ভর্তি হবো এবং ব্যাবসার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাবো। তিনি ও তার কন্যার উজ্জল ভবিষৎ কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
Leave a Reply