লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনির আনুলিয়ায় কৃষকলীগ নেতাসহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগের উদ্দোগে শহীদ শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে।শনিবার সন্ধ্যায় উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও আশাশুনি উপজেলা কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিনের পৃষ্ট পোষকতায় ও বিভিন্ন ওয়ার্ড আ’লীগের উদ্দোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে তার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। আনুলিয়া ইউপি’র ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি দবির শিকারির সভাপতিত্বে শহীদ শেখ কামালের জীবনি তুলে ধরে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলাস কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দীন। ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগের কাউন্সিলর শহিদুল মোড়ল, গফ্ফার খাঁ আলতাফ হোসেন, আ’লীগ নেতা মোহাম্মদ আলী রাঙ্গা, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম কদম, নাসির হালদার, কফিল উদ্দিন শেখ প্রমূখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু জৈষ্ট্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপনে কেক কাটা হয়।
Leave a Reply