আমিরুল ইসলাম, বুধহাটা প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনী জোনাল ও বুধহাটা সাব জোনাল অফিসের সমন্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্তিত ছিলেন আশাশুনী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব নৃপেন্দ্র নাথ ও সহকারী জেনারেল ম্যানেজার জনাব লিটন চন্দ্র মন্ডল। এছাড়াও বুধহাটা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জনাব তাইজুল ইসলাম এবং আশাশুনি জোনাল ও বুধহাটা সাব জোনাল অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা /কর্মচারী বৃন্দু। এ সময় ১৫ আগস্ট নিহত শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
Leave a Reply