স্টাফ রিপোর্টার: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা জামাতের নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এসআই নূর হোসেন খাঁন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মামলা নং-৩৫(৫)২৩ এর আসামী মোঃ নুরুল আফছার (৫৫) কে নিজ বাড়ি হতে গ্রেপ্তার করেন। তিনি আশাশুনির জামায়াত দলীয় সাবেক এমপি প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের মৃতঃ রিয়াছাত আলী বিশ্বাসের ছেলে।
অপরদিকে এসআই মুহিতুর রহমান ও এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ আসামী প্রতাপনগর গ্রামের আব্দুল কাদের মহলদারের ছেলে মোস্তাফিজুর রহমান মোছতাক (৩০) কে প্রতাপনগর এলাকা হতে গ্রেপ্তার করেন। এসংক্রান্তে আশাশুনি থানার মামলা নং- ১১(০৮)২৩ নং মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply