নিজস্ব প্রতিনিধি:: সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মিলন গাজী নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এমজি আযম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিলন গাজী আশাশুনি উপজেলার বৈরামপুর গ্রামের কালাম গাজীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বৈরামপুর গ্রামের জলিল গাজীর কন্যাকে (১৪) আসামি মিলন গাজী (২২) প্রেম নিবেদন করে আসছিলেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি ও একই বছরের ৯ অক্টোবর পাশ্ববর্তী পরিত্যক্ত বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণ করেন মিলন গাজী। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হন। ঘটনাটি জানাজানি হওয়ায় ভুক্তভোগীর বাবা জলিল গাজী বাদী হয়ে একই বছরের ১৩ অক্টোবর তারিখে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় পুলিশ ধর্ষক মিলন গাজীকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়। এরপর থেকে তিনি পলাতক রয়েছে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি. অ্যাডভোকেট জহুরুল হায়দর বাবু জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মিলন গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply