লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে নবনির্বাচিত তেঁতুলিয়া বাজার কমিটির পৃথক পৃথক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার ৬ জুন) বেলা ১২ টায় থানার অফিসার ইনচার্জের কার্যালয় ওসি মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাজার কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও বাজারে উন্নয়ন করাসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। এ সময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি দীপঙ্কর বাছাড় দ্বীপ, নব নির্বাচিত সহ-সভাপতি কুদ্দুস মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল গাজী, কেশিয়ার জয়ন্ত কুন্ড, সদস্য ফয়সাল শাহা, আলাউদ্দীন সরদার, রফিকুল গাজী, মাজহারুল গাজী, এবাদুল সরদার, হাফিজুল সরদার, হরষিত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply