আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের ব্যানারে সাতক্ষীরা সদর হাসপাতাল,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ও সাতক্ষীরা আইএইটি এর ছাত্র ছাত্রীদের সমন্বয়ে সকল পেশাজিবী মেডিকেল টেকনোলজিস্ট এর উপস্থিততে আব্দুল হালিম (এমটি,রিডিওলজী) এর সভাপতিত্বে, মোঃ রবিউল ইসলাম(এমটি,ল্যাব) ও টিআই তুষার(এমটি,ল্যাব) এর সঞ্চালনায় অংকুর বড়ুয়া ও লুৎফর রহমান মুন্না এর সার্বিক তত্বাবধায়নে আজকের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,সরকারি পেশাজিবী মোঃ কামরুল ইসলাম (এমটি,রেডিও),আব্দুর রাজ্জাক(এমটি,ফিজিও), আব্দুল মালেক (এমটি,ল্যাব),গোলাম হোসেন(ফার্মাসিস্ট),মোঃ শফিকুল ইসলাম শিমুল(এমটি,ল্যাব),আব্দুল্লাহ আল নোমান(এমটি,রেডিও), বেসরকারি পেশাজীবি অংকুর বড়ুয়া(এমটি,ল্যাব),মীর সৈকত(এমটি,ল্যাব),লুৎফর রহমান মুন্না(এমটি,ল্যাব),পবিত্র মন্ডল(এমটি,ল্যাব),আব্দুল হান্নান (এমটি,ল্যাব),শ্যামানন্দ বিশ্বাস(এমটি,ল্যাব), তানভির ফুয়ার(আইএইটি সমন্বয়),মোসানুর রহমান(আইএইটি সমন্বয়) সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন মেডিকেল টেকনোলজিস্ট স্বাস্থ্য খাতে রোগ নির্নয়ের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা,কোভিড-১৯ সহ বিভিন্ন মহামারির সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রোগ নির্ণয়ের পরেও দীর্ঘ ৪১ বছর ধরে বৈষম্যের স্বীকার হয়ে আসছে,গত ০৫/১১/২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ সহ পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট প্রতিনিধিগণ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সাথে ৬ দফা দাবি নিয়ে একটি আলোচনা সভা করেন,এসময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন,উক্ত আলোচনা সভায় মহাপরিচালক মহোদয় দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। তারই পরিপ্রেক্ষিতে ১৩ ই নভেম্বর স্বাস্থ্য মন্ত্রনালয়ে আমাদের ডাকলেও বিভিন্ন ব্যস্ততার অযুহাতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে কথা না বলে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারীর মাধ্যমে শূন্য হাতে ফিরিয়ে দেন। ৬ দফা দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদানের ৫ দিন পার হলেও, স্বাস্থ্য অধিদপ্তর দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন করেননি। যে কারনে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ আজকের মানববন্ধনের সিদ্ধান্ত গ্রহন করেন।
বক্তারা আরও বলেন স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ পেশাজীবিদের প্রতি দীর্ঘকাল ধরে যে বৈষম্যমূলক আচারন করা হয়েছে তার যথাযথ অবসান করার লক্ষ্যে অন্তবর্ত্বীকালীন সরকারের সকল দপ্তরের নিকট ৬ দফা দাবি পেশ করেন।
১) স্বতন্ত্র পরিদপ্তর গঠন।
২) ডিপ্লোমাধারীদের ১০ গ্রেড(২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর নিয়ম অনুযায়ী পদ সৃজন করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করা।
৩) গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদ সৃজন পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতি, স্টান্ডার্ড সেট-আপ এ নিয়োগবিধী ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
৪) ঢাকা আইএইটিকে বাংলাদেশে ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি নামকরনে বিশ্ববিদ্যালয়ে রুপান্ত্রিত করতে হবে
৫) মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাগত লাইসেন্স প্রদান সহ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড ও প্রাইভেট সার্ভিস নিতীমালা প্রণয়ন করতে হবে
৬) বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি এমএসসি চালু করা সহ স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
দীর্ঘকাল যাবৎ আমরা বৈষম্যের স্বীকার হয়ে আসছি। আমরা আর বৈষম্যের বেড়াজালে আবদ্ধ থাকতে চাইনা। আমরা আর কোন মিথ্যা আশ্বাসে আশ্বস্ত হতে চাই না। আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মাধ্যমে এসকল সমস্যার সঠিক সমাধান যদি না আসে তথা প্রজ্ঞাপন আকারে কোন নোটিশ জারি করা না হয় তাহলে আমরা পেশাজিবীরা আগামী সপ্তাহে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মবিরতির মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো, সকলে ৬ দফা দাবি বাস্তবায়নে আগামীদিনের কঠোর কর্মসূচি একযোগে পালন করার প্রত্যয় ব্যক্ত করে আজকের মানববন্ধন কর্মসূচি শেষ করেন।
Leave a Reply