বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড (বেউলা) মোড়লপাড়ার রাস্তার দুরাবস্থায় গ্রামবাসী চরম বিপাকে রয়েছে। মাটির রাস্তাটি দীর্ঘদিন সংস্কার, ইটের সোলিং বা পাকা করণের জন্য দাবী জানিয়ে আসছিল। কিন্তু সংস্কার কাজ না হওয়ায় মহল্লাবাসী ভোগান্তিতে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী চলাচল করে, পূর্ব বিল থেকে বিভিন্ন মৎস্য ঘেরের মাছ কেনাবেচার জন্য প্রতিদিন ঘেরমালিকরাসহ দূর দুরান্তের মাছ ব্যবসায়ীরা মাছ কিনতে যাতয়াত করে থাকে। সম্প্রতি বৃষ্টিপাতের ফলে রাস্তায় পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। মালামাল বহনকারী যানবাহনের চাকায় রাস্তায় এতটা গর্তের সৃষ্টি হয়েছে যে, স্বাভাবিক ভাবে যানবাহন চালান যাচ্ছেনা। মানুষ কাদামাটিতে জুতা ছাড়াই কষ্টকর যাতয়াতে বাধ্য হচ্ছে। সামান্য রাস্তাসহ পাড়ার বাকী রাস্তা দ্রুত সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Leave a Reply