আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নাগরিক উদ্যোগের আয়োজনে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের বাস্তবায়নে পিছিয়র পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা খাদ্য কর্মকর্তা উত্তম কুমার ভক্ত, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি, এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমিদ সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন চৌধুরী, প্রকল্পের জেলা ভলেন্টিয়ার দুলাল দাস, উপকারভোগী নেত্রী সালেহা পারভীন, উপকারভোগী হাজরা দাস, সানি দাস প্রমূখ।
Leave a Reply