আমিরুল ইসলাম, বুধহাটা প্রতিনিধি-ঃ-নিজের কৃষি খেতে মটরের সাহায্য পানি দেওয়ার পর, বিদ্যুতের তার গুছিয়ে রাখার সময় কৃষকের মৃত্যু। আজ ৩১/০৭/২০২৩ ইং সোমবার আশাশুনি উপজেলার, বুধহাটা ইউনিয়নের, বেউলা গ্রামের মৃত নুর আলী সরদারের ছেলে শওকত সরদার (৫২) নিজের কৃষি জমিতে মটরের সাহায্যে পানি দেওয়ার পরে বিদ্যুতের তার গোছানোর সময় কারেন্ট শট খেয়ে কৃষি জমিতে পড়ে মারা যায়। ঘটনাটি শরে জমিনে মেয়ে জানা যায়, সে আসরের নামাজ পড়ে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য মাঠে যায়। সেখানে যেয়ে মোটর চালু করার কিছুক্ষণ বাদেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় । বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে সে মনে করে আর কতক্ষণ পরে বিদ্যুৎ আসবে তা জানিনা এই বলে মটর থেকে বিদ্যুতের তার খুলে হাতে গুটিয়ে গুছানোর চেষ্টা করে। ইতিমধ্য হাতে তার গোটানো অবস্থায় বিদ্যুৎ চলে আসে। আর যখন বিদ্যুৎ আসে তখনই তাকে তার হাতে ওঠানো অবস্থায় শট করে জমিনে ফেলে দেয় ওই শব্দ শুনতে পায় তার নিজের বড় ছেলে এমদাদুল হক। সে ছুটে আসে তার পিতার কাছে তার ধারণা ছিল পিতার হার্ট অ্যাটাক হয়েছ ।তাই সে তার পিতাকে ধরে তুলতে যায়, সেই সময় যখন বাবার গায়ে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে তাকেও বিদ্যুৎ শঠ খেয়ে ধাক্কা লেগে পড়ে যায় সে। সেখান থেকে কোন দিশা না পেয়ে সোজা বাড়ির উদ্দেশ্য রওনা দেয় মেন সুইচ বন্ধ করার জন্য ,পরক্ষণে মেন সুইচ বন্ধ করে তার বাবার কাছে যায় এবং সেখান থেকে বাবাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় । শওকত সরদারের (৫২)অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। মিথ্যু কালে তিনি স্ত্রী সহ দুই ছেলে এবং এক মেয়ে রেখে যায়। গ্রামের সকলের মতামত অনুযায়ী তার জানাজা নামাজ আগামী কাল মঙ্গলবার জোহরের নামাজের পরে বেউলা ওসমানিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
Leave a Reply