শেখ ফিরোজ হোসেনঃ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কে শ্যামনগরের কবি সুপদ বিশ্বাস রচিত ৬টি গ্রন্থ প্রদান করলেন । ৪ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে কবি সুপদ বিশ্বাস তার রচিত গ্রন্থগুলো প্রদান করে গর্ববোধ করেন।গ্রন্থ গুলো হল- স্মারক পত্রিকা 'সূচনা' এবং 'অমানুষের ভিড়ে', 'অসুস্থ পৃথিবী', 'অদৃশ্য ভাগ্যরেখা', 'অভিমানী তুমি' 'অনুভবে নারী' ও 'অনন্য স্বদেশ' নামক ৬টি কাব্যগ্রন্থ আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান এবং 'সূচনা' স্মারকের উপদেষ্টা বিশিষ্ট প্রবন্ধকার মোঃ জাহিদুর রহমান।
নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক কবি সুপদ বিশ্বাস।