
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রসুলপুর সার্কিট হাউস মোড় সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ ( সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত সাবেক প্রার্থী মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসা ও দোয়ার মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। ধানের শীষের আদর্শ যত দিন থাকবে, মানুষের হৃদয়ে তাঁর স্মৃতি অম্লান থাকবে। তিনি আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপি সদস্য প্রভাষক মো. আতাউর রহমান এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন রাজু, জেলা মহিলা দলের সভা নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, এড. অসীম কুমার মন্ডল ও এড. এ বি এম সেলিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।