
কুশখালী ইউনিয়ন প্রতিনিধি: ক্ষমতার অপব্যবহার করে গোপনে গ্রামীণ রাস্তার পাশের গাছ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের বাউকোলা গ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন ক্ষমতার অপব্যবহার করে জনৈক আব্দুল আলীম কুশখালী ইউনিয়নের বাউকোলা গ্রামের পশ্চিম মাঠের রাস্তার ৯টি গাছ কেটে নিয়ে ফার্নিচার তৈরি করে বিক্রি করেছেন। এছাড়া বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিরিশ গাছের বড় বড় ডাল কেটে নিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে এ বিষয়ে সরেজমিনে তদারকিতে যান কুশখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মহাসিন হোসেন। তিনি বলেন আমি উপরের নির্দেশনা মোতাবেক তদন্ত করে সদর এ্যাসিল্যান্ড অফিসে রিপোর্ট জমা দিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত আব্দুর আলিম বলেন রাস্তার পাশের মরাগাছ অনেকেই কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আমি এবিষয়ে কিছু জানিনা। বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিরিশ গাছ কাটার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বলেন এটিতো মিটে গেছে। কারা মিটিয়েছে জানতে চাইলে তিনি বলেন যারা অভিযোগ দিছিলো এবং এলাকাবাসী মিলে মিটিয়ে ফেলেছে।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ বলেন আমি অভিযোগ পেয়ে তদন্তে পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।