স্টাফ রিপোর্টার: দেবহাটার সখিপুরে স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক স্থানীয় সরকার গঠনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় ১নং ওয়ার্ডের উত্তর সখিপুর গ্রামে ও ২নং ওয়ার্ডে মাঝ সখিপুর গ্রামে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভা দুটিতে ইউপি সদস্য মোখলেছুর রহমান ও ইউপি সদস্য নুর মোহাম্মাদ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, ইউপি সচিব গোলাম রব্বানী, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সাজু পারভীন প্রমূখ।