
শ্যামনগর ব্যুরো চীফ: শ্যামনগরে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন মারত্মক আহত হয়েছে। আহতরা হল-নকিপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আবুল কালাম(২০),কণ্যা আশুরা (১৮) ও আছিয়া(১৫)। ৭মে বিকাল সাড়ে ৫টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড় নামক স্থানে মুন্সিগঞ্জ থেকে মটরসাইকেল যোগে আবুল কালাম তার ২ বোনকে নিয়ে শ্যামনগরে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে আছিয়া খাতুনের ডান পার অর্ধেক কেটে পড়ে যায় এবং সমস্ত শরীর মারাত্মক আহত হয়ে রক্তাত হয়। আবুল কালামের ২ পা, ২ হাত সহ তার ও তার বোন আশুরার শরীর বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত লেগে রক্তাত হয়। স্থীয়রা তাদের কে উদ্ধার করে শ্যামনগর সরকারি স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করান। আছিয়া কে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।