আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুর ২.৩০ টার দিকে নিহত যুবক আতিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আতিকুল নৈকাটি গ্রামের আয়নাল গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, আয়নালের আনসার ভিডিপি অধিদপ্তরে চাকুরী হয়েছে। শনিবার সন্ধ্যায় তার চাকুরি স্থলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। এজন্য ঘটনার সময় সে গোছগাজ করে নিয়ে বাড়ির বারান্দার একটি মাল্টিপ্লাগ লাইনের কাজ করে দিতেছিল। তার মা তখন ঘরের বাইরে ছিল। কাজ করার সময় উপরের তারের সাথে স্পৃষ্ট হলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এসময় সে মাল্টিপ্লাকের উপর পড়লে তাতে থাকা বিদ্যুতের সাথে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তার চিৎকার ও শব্দ শুনে তার মা দ্রুত বারাদ্দায় গিয়ে মেইন সুইস বন্দ করে দিয়ে চেচামেচি করলে পাশের লোকজন ঘটনাস্থলে এসে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও মৃত্যু নিশ্চিত হয়ে পথ থেকে তার মৃতদেহ ফিরিয়ে আনা হয়। রবিবার নৈকাটি দাখিল মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন নৈকাটি বাইতুর মাওয়া জামে মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম। মরহুমকে একনজর দেখতে, শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা জানাতে বা নামাজে জানাযায় অংশ নেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মেম্বার মতিয়ার রহমান, মহিলা মেম্বার মমতাজ বেগম, মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ এমদাদুল হক, মাদ্রাসার শিক্ষাক-শিক্ষার্থী, এলাকার সর্বস্তরের মানুষ।