প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন
![]()
শেখ আব্দুস সালাম শ্যামনগর: শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শ্যামনগর উপজেলা ছাত্র ঐক্য পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
২২শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় । উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৗদ্ধ খিস্টান ঐক্য পরিষদ, শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক বাবু বিষ্ণুপদ মন্ডল।
সম্মানিত অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৗদ্ধ খিস্টান ঐক্য পরিষদ, শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব বাবু কিরণ শংকর চট্টোপধ্যায়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৗদ্ধ খিস্টান ঐক্য পরিষদ,সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবু সুজন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, বাবু সঞ্জিত দাশ , বাবু মহাদেব মন্ডল, বাবু রনজিৎ দেবনাথ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার পাল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক অনুতোষ ঘোরামী।
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক গৌরঙ্গ মন্ডল।
উক্ত কর্মী সভা শেষে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সবার সম্মতি ক্রমে পুনরায় ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক গৌরঙ্গ মন্ডল এবং সদস্য সচিব শুভ মৃধাকে নির্বাচন করা হয়।
উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
Copyright © 2026 আজকের সাতক্ষীরা দর্পণ. All rights reserved.