মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবাগত ওসি গোলাম কিবরিয়া হাসান,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাহবুব আলম, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অলিউল ইসলাম ও সেক্রেটারি এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টোর্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনায়ম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান সাংবাদিক ফারুক মাহবুব প্রমুখ। দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, সাতক্ষীরা দেবহাটার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে। মাদক সহ সকল দুনীতি দেখলে তাকে জানাতে আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের প্রতি আহবান করেন। দেবহাটা থানার নবাগত ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না, তিনি আরো বলেন, আমি এখানে নতুন এসেছি, মাদক সহ সকল বিষয়ে আপনারা আমাকে জানাবেন। কিন্তু আমাকে জানানো কথা কাউকে শেয়ার করবেন না, শেয়ার করলে আপনি হয়ত বিপদে পড়তে পারেন।