প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
দেবহাটায় হরমোন মিশ্রিত ৫০ ক্যারেট হিমসাগর আম জনসম্মুখে বিনষ্ট করেন প্রশাসন
![]()
মোমিনুর রহমান; দেবহাটায় অপরিপক্ক হিমসাগর আমে রাইসিং জাতীয় হরমোন মিশ্রিত করে পাঁকিয়ে এবং অতিরিক্ত গরমে আম পচনশীল রোধে ফরমালিন মিশ্রিত করে রাজধানী সহ বিভিন্ন প্রান্তে পাঠানো কালে দেবহাটার বিভিন্ন বাজার হতে ৫০ ক্যারেট আম জব্দ করা হয়েছে। জব্দ কৃত আম শনিবার ১০ই মে সকাল ১০ উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান অবৈধ কেমিম্যাল দিয়ে পাকানো ৫০ ক্যারেট আম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করেন প্রশাসন। এব্যাপারে দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অপরিপক্ক আম অধিকতর লাভে বিক্রয়ের জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে। তিনি আরো বলেন,সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 আজকের সাতক্ষীরা দর্পণ. All rights reserved.