
নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারী ২৬) নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শিমুলিয়া প্রাইমারী স্কুল মাঠে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারক, সাবেক সাধারণ তরিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সভাপতি আইনুল ইসলাম নান্টু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: কামরুজ্জান ভুট্টো, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক কোষাধ্যক্ষ ও চেয়ারম্যান রেজাউল করিম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ রাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহম্মেদ মানিক
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা ছাত্র দলের প্রতিষ্ঠা সভাপতি শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি এব্রাহীম কবির মিঠু, বিএনপি নেতা ফারুক হোসেন, আহছান হাবিব, ইমরান হোসেন, দেবহাটা ছাত্র দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।
এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।