প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
কুলিয়ায় মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম কমিটি গঠন বিষয়ক সভা

বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন(গেইন)এর অর্থায়নে উক্ত সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা কৃষি অফিসার মো: শওকত ওসমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কনসালটেন্ট গেইন অফিসার নীহার কুমার প্রমানিক ও মাওলানা আমিনুর রহমান। প্রধান অতিথি বলেন, ‘আমাদের খাদ্যবিষয়ক আলোচনাগুলোতে সাধারণত খাদ্যনিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেয়ে থাকে। পেট ভরল কি না, খাবারে তৃপ্তি পাওয়া গেল কি না এসবই বিবেচনা করা হয়। খাবারটি কতটুকু পুষ্টিকর, তা দেখা হয় না। আমাদের দেশে ভাত প্রধান খাবার। তাতে শর্করার চাহিদা মেটে। ক্ষুধা দূর হলেও পুষ্টির চাহিদা পুরোপুরি মেটে না।’ তিনি আরো বলেন, পুষ্টির মান নিশ্চিত করতে হলে খাদ্য নিয়ে সচেতন হতে হবে। ভাজা পোঁড়া খাওয়া বন্ধ করতে হবে, চিনি কম খেতে হবে। বেশি বেশি শাঁক-সবজি খাওয়া অভ্যাস করতে হবে। এসময় কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, ইউপি সদস্যা শ্যামলী রাণী, ফাতেমা খাতুন, শিরিনা রসুল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম।
Copyright © 2026 আজকের সাতক্ষীরা দর্পণ. All rights reserved.