নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় বাগমারি, সাতহালিয়া ও বিজয় নগরে গ্রামে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দিদার হোসেন ও ৪ ৮ ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নলিতা রানী মন্ডল এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ছোট খোকন, সিরাজুল ইসলামসহ এলাকার নেতৃবৃন্দ।