
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা রায় চরণ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তরুন কান্তি সানা যোগদান করেছেন। সোমবার (২১ আগষ্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত কুমার গাইন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন। এরপর সভাপতির পক্ষে কমিটির সদস্য ইউপি মেম্বার আবু হাসান প্রধান শিক্ষকের যোগদানপত্র গ্রহন করেন। এসময় প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন মন্ডল, উঃ বাইনতলা স/প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চাঁদ বিশ্বাস, দঃ বাইনতলা স/প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাজ্জান আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল মোল্যা, কমিটির সদস্য প্রসাদ কুমার মন্ডল, দীনেশ চন্দ্র মন্ডল, নেপাল চন্দ্র সানা, রেখারানী মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না লাল, সহকারী প্রধান শিক্ষক প্রসাদ কুমার মন্ডল, সকল শিক্ষক-কর্মচারী, সদস্য, অভিভাবক, সুধী, ছাত্রছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০০০ সালে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। এবং সবশেষ সহকারী প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালনের পর বাইনতলা স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করলেন।