আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও কোভিড’১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকালে আশাশুনি বাজার চান্নিতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামীলী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বিকাল ৫ টায় ঈদ ও কোভিড প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি। এসময় সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক অভিলাষ চন্দ্র বৈদ্য, প্রচার সম্পাদক ওয়মান গনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হানিফ মোড়ল, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, কুল্যা ইউনিয়ন সভাপতি মনিরুল ইসলাম মোমিন, শোভনালী ইউনিয়ন সভাপতি আঃ সালাম পাড়, সাধারণ সম্পাদক আলাউল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।