নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদও উপজেলার বাঁশদহা ইউনিয়নে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আদ্ - দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে ১৬০ টি অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্ - দ্বীনের সাতক্ষীরা অঞ্চলের অঞ্চল ব্যবস্থাপক মোঃ ফারুক হাসান, বাঁশদহা শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ হাওলাদার, সহ শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ঢালী এবং শিকড়ী আদর্শ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।