নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন চুনকুড়ি নদীর রাজাখালি খাল এলাকা থেকে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগের লোকজন। ময়নাতদন্ত করতে নমুনা সংগ্রহে একজন ভেটেরিনারি সার্জনকে নিয়ে সোমবার সকালে রওনা হয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, স্থানীয় জেলেদের তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে ঘটনাস্থলে পৌছায় কদমতলা স্টেশনের কর্মকর্তা-কর্মচারিরা। তারা মৃত বাঘটিকে অর্ধ-গলিত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে স্থানীয় বনরক্ষীদের তত্ত¡াবধানে রাখা হয়েছে।
বন সংরক্ষক এম এ হাসান আরও জানান, ধারণা করা হচ্ছে, পরিণত বয়সের কারণে তার মৃত্যু হয়েছে। এর আগে ওই এলাকায় একজন বাওয়াল ও একজন মৌয়াল বাঘের আক্রমণে মারা যাওয়ার খবর রয়েছে। এ ব্যাপারে একটি জিডি করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। ফরেনসিক রিপোর্ট পেলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply