নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে দুই স্থান থেকে ১১ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে তাদেরকে আটক করে পশ্চিম বন বিভাগ।
পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমেদ জানান, দোবেকি বন টহল ফাঁড়ি এলাকার ভাইটব খাল থেকে অবৈধ উপায়ে ফাঁস জাল, কল জাল, খালপাটা জাল দিয়ে সুন্দরবনের প্রবেশ ও মাছ ধরায় সাত জনকে আটক করা হয়।
আটককৃতরা খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। তারা হলেন—জাহিদুল মোল্লা (৩৮), আজিজুল ইসলাম (২৪), কামরুল ইসলাম (৪২), কবির হোসেন (৪৫), শাজাহান সানা (৩৩), শরিফুল ইসলাম (২৮) ও এনামুল মোল্লা (২৮)।
সুলতান আহমেদ জানান, একইভাবে পৃথক অভিযানে রায়মঙ্গল নদী সংযুক্ত ছায়া নদীর মুখ থেকে অবৈধ পন্থায় মাছ কাঁকড়া আহরণের সময় আরও চার জনকে আটক করা হয়। আটককৃতরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন কালিঞ্চি গ্রামের আব্দুল জলিল, রাশিদুল ইসলাম, তাপস গাইন ও সোরা গ্রামের জহুর আলী।
Leave a Reply