নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারোনায় ধুমধাম। জানা যায় যে,আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহাধুমধামে জমছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কুশখালী ইউনিয়ন এতে দিনভর এবং গভীর রাত পর্যন্ত মুহু মুহু শ্লোগান আর মটর সাইকেল শো-ডাউনে পুরো এলাকা যেন মুখরিত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো একটা কথার রেওয়াজ থাকলেও প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের আশা দিয়ে ছুটে চলেছে অবিরাম। সাথে সাথে বিকাল হলেই ভোটারদের মন কাড়ার জন্য স্ব স্ব প্রার্থীর অনুসারীরা প্রার্থীদের নিয়ে নির্বাচনী এলাকার পাড়া মহলায় শ্লোগান শ্লোগানে মুখরিত করে তুলছে।
এই ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা কররেন দশ জন প্রার্থী মোঃ তাউজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা বাবু, আলহাজ্ব মোঃ মুনছুর আহমেদ, মোঃ শফিকুল ইসলাম শ্যামল, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুউদ্দীন পলাশ, মোঃ কবির আর্ট, মোঃ হুমায়ন কবীর, মাওলানা আব্দুল গফফার ও ইকবাল হোসেন।
Leave a Reply