তুহিন হোসেন:
আসন্ন ইউপি নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১২ টি ইউনিয়নে ৬৪ জন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হয়েছেন।গত রবিবার (১০ সেপ্টেম্বর) সকল প্রার্থীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের সিবি ও আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি জমা দিয়েছেন।
১নং কৃষ্ণনগর ইউনিয়নে সিবি দিয়েছেন, নূর আহম্মেদ সুরুজ, শ্যামলী রানী অধিকারী, তপন কুমার রায় ও সেলিম আহমেদ।
২নং বিষ্ণুপুর ইউনিয়নে সিবি জমা দিয়েছেন, নুরুল হক সরদার, শেখ রিয়াজ উদ্দিন, মৃণাল মন্ডল, আবু তালেব, ইফতেখারুল ইসলাম সুমন, শাহ আলম ঢালী, জাকির হোসেন, বাবলু সরদার ও সিরাজুল ইসলাম।
৩নং চম্পাফুল ইউনিয়নে সিবি জমা দিয়েছেন,মোজাম্মেল হক গাইন, পরান মন্ডল ও আব্দুল লতিফ মোড়ল ।
৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সিবি জমা দিয়েছেন গোবিন্দ মন্ডল, প্রশান্ত সরকার, রুহুল কুদ্দুস সরদার, শরিফ মোস্তফা সোহাগ,এম আফিস আকবর, মেহেদী হাসান ও মিলন হোসেন।
৫নং কুশুলিয়া ইউনিয়নে সিবি জমা দিয়েছেন এ্যড. শেখ মোজাহার হোসেন কান্টু, শেখ আবুল কাশেম, মো. নুরুজ্জামান জামু ও সিরাজুল ইসলাম।
৬নং নলতা ইউনিয়নে সিবি জমা দিয়েছেন আবুল হোসেন পাড় ও খাদেমুল ইসলাম তুফান।
৭নং তারালী ইউনিয়নে সিবি জমা দিয়েছেন এনামুল হোসেন ছোট, শামসুল হুদা কবির, আশরাফুল ইসলাম ও একেএম শফিকুজ্জামান।
৮নং ভাড়শিমলা ইউনিয়নে সিবি জমা দিয়েছেন আব্দুল গফুর, আবুল হোসেন, নাজমুল হাসান, শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।
৯নং মথুরেশপুর ইউনিয়নের সিবি জমা দিয়েছেন ফিরোজ আহমেদ, শেখ সাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, জিএম মহিবুল্লাহ, সালাউদ্দিন আহমেদ শেখ আব্দুল্লাহ ও ফিরোজ কবির কাজল।
১০নং ধলবাড়িয়া ইউনিয়নে সিবি জমা দিয়েছেন সজল মুখার্জী, নাজমুল শাহাদাত রাজা, এ্যড. হাবিব ফেরদৌস শিমুল,এস এম গোলাম ফারুক ও গাজী শওকত হোসেন।
১১নং রতনপুর ইউনিয়নে সিবি জমা দিয়েছেন আশরাফুল হোসেন খোকন, আলীম আল রাজি, আব্দুল ওহাব, আনোয়ার হোসেন, নাসিরউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও সেলিম আহমেদ।
১২নং মৌতলা ইউনিয়নে সিবি জমা দিয়েছেন দুলাল চন্দ্র ঘোষ, রুহুল আমিন, শেখ আশেক মেহেদী, গিয়াসউদ্দিন, মাহবুর রহমান সুমন, শেখ আবু আনছার উদ্দিন ও লুৎফর রহমান।
এবিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, নরিম আলী মুন্সী (মাস্টার) জানান, উপজেলার ১২ টি ইউনিয়নে ৬৪ জন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন,নিশ্চিত করে বলেন এবার নৌকার মাঝি হতে হলে তাকে অবশ্যই দুর্নীতি মুক্ত দক্ষ সংগঠক ও এলাকায় জনপ্রিয় হতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নৌকার মাঝি হিসাবে আখ্যায়িত করবেন, কোন দুর্নীতিবাজ এবার নৌকার মাঝি হতে পারবেন না, দেশ-দল ও জাতির ভাগ্য উন্নয়নের মার্কা হলো নৌকা।
Leave a Reply