আশিকুজ্জামান লিমনঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার রমজাননগরে বাড়ি ঢুকে একা পেয়ে মুখ চেপে শরীর থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই অভিযোগ উঠেছে ৷
সূত্রে জানা গেছে যে, ২৩ শে জুলাই ২০২১ সন্ধ্যা শুক্রবার রাত অনুমানিক ৮ টার দিকে রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামের মোঃ রমজানের স্ত্রী ডলি বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে আসলে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা ডলি বেগমের মুখ চেপে ধরে তার পরিহিত গলার স্বর্ণের চেইন ও একটা দুল ছিড়ে নিয়ে পালিয়ে যায়। স্বর্ণের চেইন ( হার) ও দুলের আনুমানিক মুল্য ৭০ হাজার টাকা মূল্যের ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে । এই ঘটনার পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
ডলি বেগমের স্বামি রমজান বলেন, গত কয়েকদিন আগে প্রশাসনের উপর হামলার ঘটনার জের ধরে রমজাননগরে পুরুষ শূন্য ৷ এর জন্য কিছু উসৃঙ্খল ব্যক্তিরা এলাকায় চুরি, ছিনতাই শুরু করেছে ৷
Leave a Reply