শ্যামনগর প্রতিনিধি: “পরিবেশ ভালো থাকলে, আমরা ভাল থাকব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ৩রা নভেম্বর মঙ্গলবার বিকাল পাঁচটার সময় শ্যামনগর উপজেলার পর্যটনকেন্দ্র খ্যাত পর্যটন নগরী বুড়িগোয়ালিনীতে পরিবেশ উন্নয়ন ক্লাব সভাপতি আব্দুল হালিম এর নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ দের কে নিয়ে বাজারে প্রধান প্রধান সড়ক হয়ে নীলডুমুর খেয়াঘাট পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। পর্যটন নগরী নীলডুমুর এর সকল দোকানদারদের কে নির্দিষ্ট স্থানে বজ্য ফেলার জন্য বিশেষভাবে আহবান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী পরিবেশ ক্লাবের সেক্রেটারি সাংবাদিক এস এম সাহেব আলী সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শেষে বাজারের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বর্জ্য রাখার জন্য বালতি প্রদান করা হয়। সকলের পরিবেশ সচেতনতায় সজাগ থাকবে এমন ধরনের বিভিন্ন বার্তা বলা হয়।
Leave a Reply