নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হোসেন পাড়ের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় নলতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, বর্তমান সরকারের শাসনামলে দেশের মানুষ শান্তিতে আছে।সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নেই। ফলে আগামীতে শান্তিতে থাকার জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।এসময় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হোসেন পাড়, নলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনছার আলী, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম তুফান সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।এসময় ছাত্রলীগ,যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply