কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় সোমবার ( ১৮ অক্টোবর ) সকাল ১১ টায় দেবহাটায় উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি- ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১ ম বারের মত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ বীর মুক্তিযুদ্ধা ইয়াসিন আলি কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply