নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী এবং অনৈতিক কর্মকান্ডে লিপ্ত নন এফআইআর মামলার দুই কপোত কপোতিসহ মোট ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ওয়ারেন্টভূক্ত খেজুরবাড়িয়া গ্রামের ফজর আলীর ছেলে বকুল হোসেন, বালিয়াডাঙ্গার অজিয়ার রহমানের ছেলে আলিম হোসেন, কাজিমহল্যা গ্রামের মজিদ মোল্যার ছেলে শহিদুল ইসলাম, একই গ্রামের মৃত মানিক গাজীর ছেলে আব্দুল গফুর এবং অনৈতিক কর্মকান্ডে লিপ্তের ঘটনায় গ্রেফতার ননএফআইআর প্রসিকিউশন মামলার আসামী রতেœশ্বরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নূর হোসেন , ও একই গ্রামের শোকর আলীর মেয়ে মুসলিমা খাতুন। অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদের দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ’র নের্তৃত্বে রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসআই সৈয়দ মোবাশ্বের আলী, এসআই নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই হাফিজুর রহমান, এসআই আশিক রায়হান ও এএসআই এসএম মোজাম্মেল সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাদেরকে গ্রেফতার করেন। পরে বিচারার্থে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।
Leave a Reply