দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইঁদুর নিধন সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিআরডিপি হলরুমে উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম, মোস্তফা মোস্তাক আহমেদ, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আবুল কালাম, আলাউর রাহমান, জাহিদ হোসেন প্রমুখ।
সময় ইঁদুরের আক্রমণে প্রতিবছর উৎপাদিত ফসলের ক্ষতির পরিমাণ তুলে ধরা হয়। কৃষকের কষ্টের ফসল ইঁদুরে নষ্ট করায় অনেক ক্ষতিকর সম্মুখীন হতে হয়। তাই ইঁদুর নিধনের উপায় তুলে ধরা হয়।
সভা শেষে ইঁদুর নিধনে অংশ নেন অতিথিরা।
Leave a Reply