নিজস্ব প্রতিনিধি: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা উপলক্ষে দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বুধবার (১৩অক্টোবর) মহা অষ্টমীর পূজার দিন সন্ধ্যা ৭.৪৫মিনিটে দেবহাটার কুলিয়া উপজেলা মোড় পুষ্পকাটিতে পৌছালে তাকে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ , যুগ্ন সম্পাদক আনারুল হক, যুগ্ন সম্পাদক আযহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারন সম্পাদক বিজয় ঘোষ, সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবর আলম খোকন, সাধারন সম্পাদক লোকমান হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবু বক্কর, কুলিয়ার প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারন সম্পাদক বিধান বর্মন সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ । দেবহাটা উপজেলার বহেরা ও কুলিয়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, গাজীরহাট, দেবহাটা সহ বিভিন্ন স্থানের পূজা মন্ডপ পরিদর্শন করবেন। এসময় তিনি পূজা মন্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্বাস্থ্য বিধি মেনে পূৃজা উদযাপন করার পরামর্শ দেন।
Leave a Reply