নিজস্ব প্রতিনিধিঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন কুশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল এর মাতা মোছাঃ ছফুরা বেগম (৯২) শনিবার (৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, কুশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল এর মাতা ও সমাজসেবক মৃতঃ কাজী আব্দুর রহিম এর সহধর্মিনী মোছাঃ ছফুরা বেগম। তার দাফন সম্পন্ন হয়েছে, বাড়ির আঙ্গিনায় নির্মিত পারিবারিক কবরস্থানে।সকাল ৮টায় কুশুলিয়া কাজীপাড়া ঈদগাহ ময়দানে জানাযায় জনতার ঢল নামে। মৃত্যুকালে তিনি ৯পুত্র ও ৪কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কুশুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ এর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহাম্মেদ রনি, কালিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি শেখ সাইফুল বারী (সফু), কালিগঞ্জ কুশুলিয়া ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আবুল কাশেম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গোবিন্দ মন্ডল। উপজেলা বিএনপি যুবদলের সভাপতি শফিকুল ইসলাম বাবু প্রমুখ। উক্ত জানাজার নামাজে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতাকর্মী।
Leave a Reply