স্টাফ রিপোর্টার: মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে’এ স্লোগানকে সামনে রেখে” সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মৌতলা ১২ নং ফাউন্ডেশন অফ,এইচ.বি.আর. ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রবিবার (১৪ই নভেম্বর) বিকাল ৪ টায় মৌতলা ইউনিয়ন পরিষদ সংলগ্নে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে শ্যামনগর সরকারি মহসীন কলেজের প্রভাষক ও সংস্থার উপদেষ্টা সৈয়দ রাফসান জানীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তিনি বলেন।
ভিবিন্ন প্রান্ত থেকে আসা সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে কৃতজ্ঞতা জানায় রক্তাঙ্গন পরিবার কে পাশাপাশি রক্তদান, সমাজসেবা, অসহায় মানুষের পাশে দাড়ানো ও সামাজিক কাজে অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা সেবামূলক সংগঠন কে সম্মাননা জানায়।
তিনি আরো বলেন সামাজিক দায়বদ্ধতা ও তারুণ্যের উদ্যোম নিয়ে যাত্রা শুরু করে মানুষের সহযোগিতা, রক্তদান কর্মসূচি, ত্রাণ কার্যক্রম এই তিন বিষয় নিয়ে ফাউন্ডেশন অফ এইচ. বি, আর সংগঠনটি। প্রথমে সাধারণ মানুষের জন্য রক্তের ফেরিওয়ালা হিসেবে কাজ শুরু করে সংগঠনটি, উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মৌতলা ইউনিয়ন শাখার সভাপতি বাবু দুলাল চন্দ্র। মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মৌতলা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন সরদার।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সজিব হোসেন, উপদেষ্টা নূরনবী সাহিন, মহিবুর, মশিউর, জিল্লু, মারুফ, ডাঃ আমিন, শরিফুল, ইমন,সুমন প্রমুখ। আরো অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক, অনুষ্ঠান শেষে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এছাড়া সকাল থেকে বিভিন্ন সেবাসমূহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য স্বেচ্ছায় রক্তদান,ফ্রি মেডিকেল সেবা প্রদান করে নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যান লিমিটেড, ফ্রি ব্লাড গ্রুপিং,বিনামূল্যে মাস্ক বিতরণ, গরীব-দুঃখী ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান সহ শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply