কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস এবং সিপিপি এর ৫০বছর পূর্তি উপলক্ষে “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্থতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কলারোয়া ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। বুধবার (১৩অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কলারোয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল ওহাব বিশ্বাসের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি এই মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, প্রফেসর আবু নসর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলারোয়া ফায়ার সার্ভিসের লিডার শরিফুল ইসলাম,ড্রাইভার জহিরুল ইসলাম, জাহাঙ্গীর শেখ, নুরুজ্জামান সাগর, হাফিজুল ইসলাম, ফায়ার ফাইটার আব্দুস সালাম, মুনসুর হেল্লাল, শাহেদুজ্জামান, সাজ্জাত আলী, রাজীব শেখ, জুবায়ের আরাফাত, রবিন হোসেন, তৌহিদুজ্জামান, আনারুল ইসলাম, রিফাত হোসেন, মীর রিয়াদ হাসান, ফরহাদ শেখ, আব্দুল্লাহ আল মামুন, জাহিদ হোসেন, শফিউর রহমান, সাখাওয়াত হোসেন শুভ, চঞ্চল আলী, হাসিবুর ফকির, তানভীর হাসান লিমন, ইমরান, রফিকুল ইসলাম, তপু খান, শরিফুল ইসলাম, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, রাজু রায়হান সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মহড়ায় অংশগ্রহণ করেন। এসময় ভূমিকম্পের সময় কিভাবে নিজেকে বিপদমুক্ত রাখতে হবে, আহত হলে কি করতে হবে, কি ভাবে আগুন নেভাতে হবে এসকল বিষয় মহড়ার মাধ্যমে দেখানো হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস এবং সিপিপি এর ৫০বছর পূর্তি উপলক্ষে “মুজিব বর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দূর্যোগ প্রস্থতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, প্রফেসর আবু নসর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান।
Leave a Reply