আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদানের চেক হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আশাশুনি উপজেলার দরিদ্র অসহায় মানুষ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়ার মতো কঠিন রোগে আক্রান্ত অর্থাভাবে ভুগছেন এমন ২২ জন রোগী প্রত্যেককে ৫০ হাজার টাকা হিসাবে সর্বমোট ১১ লক্ষ টাকার চেক সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়া সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন ভুক্ত উপজেলার ৮ সমাজসেবা মূলক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আরডিও বিশ্বজিৎ ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন প্রমুখ।
Leave a Reply