নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল। রবিবার বিকালে ভিন্ন ভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন তিনি। এসময় স্কুল চত্বরে বৃক্ষ রোপন জরুরী বিষয়টি উপলব্ধি করে সেখানে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন । এরপর খাজরা ইউনিয়নের কাপসান্ডা সার্বজনীন জগধাত্রী মন্দিরের চুরি যাওয়া নারায়ন ও কৃষ্ণ মূর্তির বিষয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা ও মন্দিরের নেত্রীবৃন্দের সাথে মত বিনিময় করেন।
পরে অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র বরাদ্দকৃত টিআর প্রকল্পের ১লক্ষ টাকা ও ধর্ম মন্ত্রণালয় বরাদ্দকৃত ৫০ হাজার টাকাসহ এলাকাবাসীর অর্থায়নে চেউটিয়া বাইতুল আমান বাজার জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়া চেউটিয়া এ জি এস দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। সর্বশেষ চেউটিয়া সানা বাড়ি পুরাতন কবরস্থান ঘুরে দেখেন তিনি।
ভিন্ন ভিন্ন প্রকল্গ পরিদর্শন কালে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, প্রভাষক রবিন্দ্রনাথ সরকার, চেউটিয়া এ জি এস দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুস সবুর, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল মজিদ, চেউটিয়া এ জি এস দাখিল মাদ্রাসার সহ সুপার আব্দুর রশিদ, হাবিবুর রহমান সানা, চেউটিয়া বাইতুল আমান বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, অমৃত কুমার সানা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মুর্শিদ আলম, খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ইউনিয়ন পূূূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ মন্ডল, সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ নেতা নাহিদ রানা বাবুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিেেলন।
Leave a Reply